চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে হাইকোর্টের নাম ভাঙ্গিয়ে অপরিকল্পিত বালু উত্তোলনকারী ইউপি চেয়ারম্যান সেলিম খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মেঘনা নদীপাড়ের বড় স্টেশন মাদ্রাসা রোডে টিলা বাড়ি, ইব্রাহিমপুর এবং ইশানবালায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ভিটামাটিহারা অসহায় মানুষজন এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বুধবার (৩০ মার্চ) সকালে চাঁদপুর শহরের শপথ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ডিসি অফিসের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ সময় নদীর পাড়ের ভাঙ্গন কবলিত জনপদের সাধারণ মানুষ ‘বিচার চাই, বিচার চাই/ সেলিম চোরার বিচার চাই/ বালু চোরের বিচার চাই’ বলে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনকারীরা এ বিষয়ে প্রধামন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের সাধারণ জনগণের মা। চাঁদপুর রক্ষা করার জন্য আপনার কাছে আমরা আকুল আবেদন করছি। চাঁদপুর রক্ষার্থে জরুরিভাবে পদক্ষেপ নিন। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বালু কেটে আমাদের চাঁদপুরের ক্ষতি করছে। হাজার হাজার মানুষকে বিপদের মধ্যে ফেলছে। বালু কাঁটার কারণে সদর উপজেলার রাজরাজেশ্বরের আটটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া চাঁদপুরের নদীপাড়ের বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়ি নদীতে চলে গেছে। নদীর আশপাশের যেসব মানুষের বাড়িঘর রয়েছে তারা অসহায় হয়ে পড়েছে।’ এ সময় মানববন্ধনকারীরা ইউপি চেয়ারম্যান সেলিম খানের গ্রেফতার দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা
আব্দুল মালেক দেওয়ান বলেন, সেলিম খান আওয়ামী লীগ করতেন না,সে দলের ত্যাগী কোনো নেতাও নন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অন্য দল থেকে এসে আওয়ামী লীগ বনে গিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্থ করে বালু উত্তোলন করে এখন হাজার কোটি টাকার মালিক।বালু কাটায় সে সরকার কে বিপুল অর্থ রাজন্ব বঞ্চিত করেছে।
‘নিম্নমানের এই লোকের বালু উত্তোলনের কারণে নদী ভাঙছে। এ কারণে নদীপাড়ের মানুষ দিশেহারা। তাই অবিলম্বে বালু উত্তোলনকারী সেলিম খানের বিচার দাবি করছি।’
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চাঁদপুর জেলার নদী অঞ্চল থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ একটি চক্রের বিরুদ্ধে। বালু উত্তোলনের কারণে শত শত কোটি টাকা ব্যয় করেও নদী ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশ সম্পদসহ নদীর জীববৈচিত্র্য। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। ভাঙন ঠেকাতে বিভিন্ন সময় সংশ্লিষ্ট সরকারি দফতর ও স্থানীয়রা বিরোধিতা করলেও বালু উত্তোলন করে যাচ্ছে প্রভাবশালী চক্র।
এ অবস্থায় চাঁদপুরের নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে ভাঙনকবলিত মানুষ, জেলে ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের লোকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিআইডব্লিউটিএ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মতামত ও চিঠির আলোকে সরকারি সম্পদ এবং ইলিশ রক্ষায় ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নদীরক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ওই চিঠির পর সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নদী রক্ষা কমিশন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অপরিকল্পিত বালু উত্তোলনে সম্পৃক্ত অবৈধ নৌযান জব্দ ও চোরাই বালু বিপণন কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে একটি সূত্রে জানা যায় চাঁদপুরে বালুমহাল ইজারা প্রথা থাকলেও এই সেলিম খান উচ্চ আদালতে মিথ্যা তথ্য দিয়ে মামলা করে সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া হাইকোর্টের স্থগিতাদেশ করিয়েছে এরপর নিজে ব্যক্তিগতভাবে সরকারি রাজস্ব অর্থ হাতিয়ে নেওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করে ড্রেজিং করার একটি অনুমোদন বাগিয়ে নেয়। হাইকোর্টের আদেশ দেখিয়ে ২০০৭ থেকে এখন ২০২২ সাল পর্যন্ত টানা চাঁদপুর মেঘনা নদীর ৭০ কিলোমিটার নদী এলাকায় ক্ষণে ক্ষণে জায়গা পরিবর্তন করে নির্বিঘ্নে বালু উত্তোলন ও বিক্রি করে যাচ্ছে।
সবচেয় অবাক বিষয় হচ্ছে হাইকোর্টে নিজের লোক দিয়ে রিট করে তার ইউনিয়নের নির্বাচন বন্ধ করিয়ে পাঁচ বছর অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচন হলেও চাঁদপুর সদর লক্ষ্মীপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী কাউকে দাঁড়াতে দেয়নি সে।একক সেলিম খান ও তার পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।
বিষয়টি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সুদৃষ্টি কামনা করেছেন চাঁদপুরের সচেতন মহল।