মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ কমিটির ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন মাসিক আইন-শৃঙ্খলা সভা পরিচালনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সরকারি বিকেবি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এড. আবু সাইদ, লতব্দি ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, কেয়াইন ইউপি চেয়ারম্যান শেখ আশরাফ আলী, উপজেলা ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
এ সময় বক্তারা বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং সমাধানের লক্ষে আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, রাজানগর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, শেখেরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।