মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর, ইউনিয়নের মধ্যম ভাটেরচর, গ্রামে বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে এই ঘটনায় গজারিয়া থানার পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার, সকাল দশটায় টেংগারচর, ইউনিয়নের মধ্যম ভাটেরচর, গ্রামে বাদশা মিয়া, ও বাচ্চু মিয়ার, সাথে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল হঠাৎ করে বাদশা মিয়া সহ ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায় এবং একটি ঘর নির্মাণ করে।
বাদশা মিয়ার, স্ত্রী আসমা বেগম, বলেন আমরা জায়গা ক্রয় করেছি এবং মামলায় জিতেছি তাই আমাদের জায়গায় আমরা ঘর তুলতে গিয়েছি তারা পুলিশে এনে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে।
বাচ্চু মিয়ার, স্ত্রী বলেন আমার ঘরে ঢুকে স্টিলের আলমারি ড্রয়ার ভেঙ্গে এক লক্ষ টাকা গলায় কানের স্বর্ণের অলংকার নিয়ে যায়।
বাচ্চু মিয়া, বলেন আমার বাড়ির বেড়া এলোপাতাড়ি কুপিয়ে ভেঙ্গে ফেলাই এবং আমার জায়গার ওপর জোর করে ঘর নির্মাণ করে তাই আমি তাদের বিরুদ্ধে গজারিয়া থানায়, তিন জনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছি।
আসামি হলো মো: মাসুম(২১) বাদশা মিয়া(৪৫) আসমা বেগম(৪০)
গজারিয়া থানার এসআই হযরত আলী, বলেন তারা ত্রিপল ৯৯৯ কল করলে ঘটনাস্থলে আমরা পৌঁছাই সেখান থেকে একজনকে আটক করি এ বিষয়ে মামলা হয়েছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন, বলেন তারা তিনজন আসামি করে মামলা করেছে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।