শ্রীমঙ্গলে নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্হা সিমাভীর অর্থায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ডব্লিউএআই সাব প্রোগ্রাম বাংলাদেশ প্রজেক্টের অধীনে হোপ ফর দ্য পুওরেস্টের ব্যবস্হাপনায় কালীঘাট ইউপি'র জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা বুধবার দুপুরে কালীঘাট ইউনিয়ন পরিষদের জনমিলন কেন্দ্রে অনু্ষ্িঠত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আশা'র রিজিওনাল ম্যানেজার মো. আকছির মিয়া।
হোপ ফর দ্য পুওরেস্টের ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন ও মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. রুহুল আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়া'র প্রজেক্ট ম্যানেজার পংকজ দস্তিদার, ইউপি সদস্য শাওন পাশা, স্যানিটেশন উদ্যােক্তা মনি কর্মকার প্রমুখ।
মতবিনিময় সভায় কালীঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য, ইউপি সচিব, স্যানেটারী ন্যাপকিন ও ওয়াশ স্যানিটেশন উদ্যােক্তা, সাংবাদিকসহ ২৪ জন অংশগ্রহণ করেন।
সভায় ওয়াশ স্যানিটেশন ও স্যানিটারি ন্যাপকিন উদ্যোক্তাদের বর্তমান অবস্হা, সার্বিক উন্নয়নে হোপ ফর দ্য পুওরেস্টের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ওয়াশ উদ্যোক্তারা সংশ্লিষ্ট ইউনিয়নের মানুষের জন্য পণ্য সকলের দোরগোড়ায় পৌছে দিচ্ছে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।