ময়মনসিংহের গফরগাঁওয়ে এক লাইনে গফরগাঁও বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও ছয়টি এতিমখানার দরিদ্র ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ ‘গফরগাঁও হেল্পলাইন’ আয়োজনে মঙ্গলবার বিকালে পৌরশহরের গফরগাঁও সেন্ট্রাল স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহমেদ ও সদস্য মফিদুল ইসলাম টিপু। এছাড়াও সানি, আশরাফুল ইসলাম আপেল, মোসতাইনুল হকসহ গফরগাঁও হেল্পলাইনের এডমিন ও মডারেটর উপস্থিত ছিলেন। আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় অর্ধশত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি এবং পাজামার কাপড় দেওয়া হয়েছে।