নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসির প্রস্তুতিমূলক প্রাক নির্বাচনী পরীক্ষা চলাকালে ক্লাস রুমে অভিযান চালিয়ে ছাত্রদের নিকট থেকে ৩৮টি মোবাইলফোন জব্দ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মোবাইলফোন জব্দ করার ঘটনায় বিদ্যালয়ের মাল্ট্রিমিডিয়া কক্ষের দরজা, ক্লাস রুমের ব্যাঞ্চ এবং ব্লাকবোর্ডের ভেঙ্গে পেলেন শিক্ষার্থীরা। একপর্যায়ে জব্দ মোবাইলফোন পিরিয়ে দেওয়ার দাবীতে ছাত্ররা বিদ্যালয় সংলগ্ন সেনবাগ-সোনাইমুড়ী সড়কে অবস্থান নিয়ে ব্যারিকেট দেওয়ার চেষ্ঠা চালায় ও বিদ্যালয়েরে প্রধান শিক্ষিক রাহাতে জান্নাত মোসাঃ ফেরদাউস আক্তারকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছ ছাত্রদের সরিয়ে দিয়ে শিক্ষককে মুক্ত করেন। ওই ভাংচুরের ঘটনাটি ঘটেছে সোমবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রাহাতে জান্নাত মোসাঃ ফেরদাউস আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূল প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। তিনি গোপন সংবাদে জানতে পারেন, পরীক্ষার্থীরা ক্লাস রুমে মোবাইলফোন ব্যবহার করছেন। এমন সংবাদ পাওয়ার পর তিনি পরীক্ষার কক্ষে অভিযান চালিয়ে ছাত্রদের নিকট থেকে ৩৮টি মোবাইলফোন জব্দ করেন। এরপর ওই মোবাইলফোন পিরিয়ে নিতে হলে ছাত্রদের অভিভাবকদের বিদ্যালয়ে এসে নিতে হবে এমন নির্দেশণা দিলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে জড়ো হয় বিদ্যালয়ের মাল্ট্রিমিডিয়া কক্ষের দরজা,ব্রাঞ্চ ও ক্লাস রুমের ব্যাকবোর্ড ভাংচুর করে। এরক পর্যায়ে তারা বিদ্যালয় সংলগ্ন রাস্তা ব্যারিকেড দেওয়ার চেষ্টা চালায় ও তাকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তিনি আরো জানান, তিঁনি সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর থেকে বিদ্যালয়ের কিছু শিক্ষক তাকে নানা ভাবে অসহযোগীতা করে আসছিল। তিনি শিক্ষার পরিবেশ ও মানউন্নয়নে শ্রেণী কক্ষ থেকে মোবাইলফোন গুলো জব্দ করলে ওই শিক্ষকদের ইন্ধনে ছাত্ররা ওই ঘটনাটি ঘটিয়েছে। প্রধান শিক্ষক জানান ভবিষ্যতে শ্রেনী কক্ষে তাদের সন্তানরা মোবাইলফোন ব্যবহার করবেনা মুচলেখা নিয়ে প্রতিটি অভিভাবককে মোবাইলফোন পিরিয়ে দিচ্ছেন।তিনি আরো জানান,
সেনবাগ সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের পড়া-লেখার মান উন্নয়নের জন্য সকল অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।