বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে নগরীর জাহাজকোম্পনী মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের নিজস্ব অর্জিত অর্থ রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর মহানগরের ভাতাভোগী জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরন উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
জেলা প্রশাসক বলেন, নিজস্ব অর্জিত অর্থ হতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক প্রদান বাংলাদেশে নজিরবিহীন। অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু বলেন, ইতঃপূর্বে আমরা ৪ বার রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর মহানগরের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এক কোটি এক লক্ষ টাকা বিতরণ করেছি। এবারে আটত্রিশ লাক্ষ টাকা বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াছ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সদর কমান্ডার মোস্তাফিজার রহমান, ডেপুটি কমান্ডার বলরাম মোহন্তসহ রংপুর জেলা ও মাহনগরের মুক্তিযোদ্ধাবৃন্দ।