রংপুরে হারবাল ঔষধে জীবানুমুক্ত কাঁচামাল ব্যবহারের গুরুত্ব বিষয়ক কর্মশালা পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের মেডিসিন প্লান্টস এ- হারবাল প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন রংপুরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম। এতে হারবাল প্রডাক্ট কসমেটিক এ- ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল আলম ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি দারুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউনানী মেডিকেল অফিসার ডাঃ কে এম মাহবুবুল আলম, বাংলাদেশ আয়ুর্বেদ ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রবি, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা। সঞ্চালনা করেন বাংলাদেশ আয়ুর্বেদ ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাকীম আতাউর রহমান লিটন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।