নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে গণ সংবর্ধনা কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আ.লীগ এবং সহযোগী সংগঠন সমূহ।
মেয়র আবদুল কাদের মির্জা গত ১৩ মার্চ চিকিৎসার উদ্দেশ্যে আমেরিকায় যান। চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে আগমন উপলক্ষে এ গণ সংবর্ধনা দেওয়া হয়। কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, বসুরহাট পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আগামী জাতীয় নির্বাচন আসতেছে। এ নির্বাচনকে কেন্দ্র করে দলকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দলের বাহিরে যারা আছেন, তারা যদি মান-অভিমান ভূলে আসতে চান, তাদেরকে দলে স্বাগতম। তবে খুনি, চাঁদাবাজ, অস্ত্রবাজ কেউ দলে আসতে পারবেন না।
তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অপশক্তিরা দেশে-বিদেশে প্রবাসীদেরকে ধমক দিয়ে চাঁদাবাজি করে। তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করুন। এতে আমাদের কোন আপত্তি নেই, আন্দোলনের নামে জ¦ালাও পোড়াও, গাছ কাটা, রাস্তা কাটার রাজনীতি করলে বরদাশত করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, বসুরহাট পৌরসভা আ.লীগের সভাপতি জামাল উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন সোহাগ, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।