ফরিদপুরে ফ্যামিলি কার্ডে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি বিক্রি চলছে। জেলার ৭৭ হাজার ৬শ'র বেশি পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
গত ২০ মার্চ হতে সারাদেশে এক কোটি পরিবারের মাঝে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বাজারে একচি প্যাকেজের এসব পণ্যের মূল্য সাতশো টাকারও বেশি। রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব নিত্য পণ্য কিনতে পেয়ে খুশি নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষ। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের উদ্যোগ চালু রাখা গেলে তারা আরো উপকৃত হবেন বলে জানান।
মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামের ষাটোর্ধ্ব কাঞ্চন বেগম বলেন, তার পাঁচজনের পরিবারে রোজার আগে কমদামে এসব পণ্য কিনতে পেরে ভিশন উপকার হয়েছে। সারাবছরই যদি সরকার তাদের মতো পরিবারগুলোর জন্য এভাবে ভর্তুকি মূল্যে নিত্য পণ্য বিক্রির ব্যবস্থা করে তাহলে তারা দুর্মূল্যের বাজারে খেয়ে পড়ে বাঁচতে পারবেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় জানান, জেলায় টিসিবির ৬২ জন ডিলারের মাধ্যমে ৭৭ হাজার ৬০৫টি পরিবারের ফ্যামিলি কার্ডে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাষকগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছেন।
জানা গেছে, ফ্যামিলি কার্ডে একটি পরিবার একমাসের ব্যবধানে দুইটি কার্ডে দুইবার পণ্য কিনতে পারবেন। ৩০ মার্চ প্রথম দফার পণ্য বিক্রি শেষে রোজার মধ্যে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এসব পণ্যের সাথে অতিরিক্ত ২ কেজি ছোলা বিক্রি করা হবে।