শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের একটি দ্বিতল ভবন থেকে উদ্ধার ঘরগিন্নি সাপটি লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল বিকেলে সাপটি বন্যপ্রাণী বিভাগের লোকজনের উপস্হিতিতে লাউয়াছড়ায় অবমুক্ত করে দেয়া হয়।
রোববার রাত ৯ টার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকা থেকে এ সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রোববার রাত ৯টার দিকে হবিগঞ্জ সড়কের প্রয়োজন ভেরাইটিজ ষ্টোর এর দুতলায় একটি সাপ দেখতে পেয়ে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
পরে স্হানীয়রা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্হল থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটিকে বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের একটি খাঁচায় রাখা হয়।
স্বপন দেব সজল জানান, সোমবার বিকেলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে। এ সময় লাইয়াছড়ার বিট অফসার আনিসুজ্জামান, সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও বন্যপ্রাণী বিভাগের লোকজন উপস্হিত ছিলেন।