নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে সোমবার রাত ১০টার সময় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন স্বপন মিয়াজি এ প্রতিবেদককে জানান, এ নিয়ে মন্ত্রী মহোদয়ের বাড়ীর সামনে ৪ বার ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গুলি বর্ষণও হয়েছে। প্রশাসনিকভাবে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের পাশ থেকে দুটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষেজ্ঞ ছাড়া ককটেল না পটকা বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ওবায়দুল কাদেরের ছোট মোঃ শাহাদাত হোসেন জানান, রাত ১০টার দিকে পরপর কয়েকটি ককটেল বিষ্ফোরণের শব্দ শুনতে পাই। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল জানান, গত ১৩ মার্চ কাদের মির্জা চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি আজ ভোরে দেশে ফিরে এসেছেন। তার আগমণে আমরা সংবর্ধনা সভার আয়োজন করেছি। আমাদের প্রতিপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠান বানচাল করার জন্য এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, মাদক স¤্রাট হাছান ইমাম রাসেল কে ইতঃপূর্বে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলায় ঘটনার মামলায় ১১ দিন জেল হাজতে ছিলেন। কোম্পানীগঞ্জের আলোচিত মামলা বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার আগে বসুরহাট বাজারে একটি ইলেকট্রিক দোকানে হত্যা উদ্দেশ্যে মারধর করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।