নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ রেসিডেন্সিয়াল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতার পুরস্কার বিতরণ সোমবার সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল্লাহ আলম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শরীফুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফখরউদ্দিন মোবাকর শাহ রিপন, শান্তি নিকেতন ইনন্সিটিউটের শিক্ষক জাহিদুল ইসলাম, দারুল উম্ম মডেল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ মহাইসিন,সেনবাগ ফাযিল মাদরাসার আরবি প্রভাষক কামরুল ইসলাম,সেনবাগ আইডিয়াল একাডেমির শিক্ষক আবু দাউদ ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে নেন।