মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া সরকার মোহাম্মদ আলী রোড সংলগ্ন ম্যাগনাম স্টিল (আকিজ)মিলের কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। এই দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এরপরও র্কর্তৃপক্ষ নির্বিকার। পরিবেশ অধিদফতরের লোকজন প্রতিষ্ঠানটি একাধিকবার পরিদর্শন করে গেছেন। কিন্তু দূষণ বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দিবা ভাগে সূর্যের প্রখর আলোয় কালো ধোঁয়া বুঝা যায় না। কিন্তু সূর্যের আলো ক্রমশ ক্ষীণ হতে থাকলে কালো ধোঁয়ায় পরিবেশ আচ্ছন্ন হওয়ার বিষয়টি নজরে পড়ে। মহাসড়কে এমন অবস্থা হয় যেন শীতের ঘন কুয়াশা পড়েছে। এই কালো ধোঁয়ার কারণে এলাকায় মানুষের শ্বাস কষ্টজনিত রোগ বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। ভবেরচর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। মিল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবারক হোসেন জানান, কারখানায় গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপারে ম্যাগনাম স্টিল (আকিজ) মিলের দায়িত্বরত কর্মকর্তা শরীফ হোসেন বলেন আমাদের চিমঠি নষ্ট হয়ে যাওয়ার কারণে ধোয়া হচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি মেরামত হবে।