বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালের প্রভাব হিলি স্থলবন্দরসহ দিনাজপুরে তেমন পড়েনি। যদিও সোমবার সকাল ৭টার দিকে দিনাজপুর শহরের মডার্ণ মোড় এলাকায় সিপিবিসহ বাম নেতৃবৃন্দদের পিকেটিং করতে দেখা যায়।
অন্যদিকে, হিলি স্থলবন্দরে সকাল থেকেই স্বাভাবিক ছিল আমদানি-রপ্তানিসহ কার্যক্রম। স্থলবন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে যায় পন্যবাহি ট্রাক।
সোমবার সকাল থেকেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। এছাড়াও পানামা অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল। সকাল থেকেই বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায় বাংলা পণ্যবাহী ট্রাক। এছাড়াও দিনাজপুরের সব উপজেলাতেই যান চলাচল স্বাভাবিক ছিল।
সোমবার হরতালে সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের মডার্ন মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিনাজপুর সভাপতি এড. মেহেরুল ইসলাম, সম্বনয়কারী ইকবাল হোসেন, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগসহ বিভিন্ন বাম দলের নেতৃবৃন্দ ঘন্টাখানেক হরতাল সমর্থনে পিকেটিং এ অংশ নেয়।