সোমবার (২৮ মার্চ, ২০২২) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ছেলেদের রাষ্ট্রবিজ্ঞান বনাম অর্থনীতি বিভাগ এবং মেয়েদের মার্কেটিং বিভাগ বনাম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের খেলা শুরুর মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এ সময় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক খন্দকার জাহাঙ্গীর আলম ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মোছাঃ ইরিনা নাহার, মোঃ সোহেল রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি বিভাগ অংশ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। নক আউট ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।