রংপুর মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর স্মরণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বিকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়¯’ বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভায় রংপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ সভাপতি সুলতান আলম বুলবুল, যুগ্ম সম্পাদক আসফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম হিরা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাহামুদুল হাসান, রংপুর জেলা স্বো”ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপু. রংপুর মহানগর তাতী দলের আহ্বায়ক সায়েদ ইকবাল, সদস্য সচিব এমএম আলম পান্না, রংপুর মহানগর মৎসজীবী দলের সদস্য সচিব আরিফুর রহমান আরিফ, কারমাইকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কবির লেলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।