মহা পরিদর্শকের আদেশের পাঁচ বছরেও বসার ঘর নির্মান হয়নি বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের। এতে করে দলিল লেখকদের ভোগান্তি চরমে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ে বাধাগ্রস্ত হচ্ছে।
নিবন্ধন পরিদপ্তর অফিস সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে সনদপত্র দলিল লেখকদের বসার জন্য মহা-পরিদর্শকের নিকট আবেদন করার পর তিনি ওই দপ্তর থেকে বিগত ২৬ জুলাই ২০১৭ইং তারিখে নিপ/রেজিঃ শাখা-২ (চঃ বিঃ)-১০৫৩৫ নং আদেশে নোয়াখালী জেলা রেজিষ্টারের নিকট প্রেরণ করেন। সেমতে জেলা রেজিষ্ট্রার তাঁর কার্যালয়ে ১৫ ফেব্রুয়ারী ২০১৭ইং তারিখে ২৭৩নং স্মারকমূলে লেখকদের বসার ঘর নির্মানের অনুমতি দেন।
ভোক্তভোগী দলিল লেখকরা জনান, বেগমগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত দেড় শতাধিক দলিল লেখক প্রতিদিন কয়েক লক্ষ টাকার রাজস্ব আদায় করে সরকারের তহবিলে জমার ব্যবস্থা করেন। অথচ মাত্র কয়েকজন দলিল লেখক নিজেদের ঘরে বসে দলিল লেখা-পড়া করতে পারে এবং কিছু লেখক ভাড়া দিয়ে বসে দলিল লেখা-পড়া করতে হয়। বাকী শতাধিক লেখক দোকানপাটসহ বিভিন্ন স্থানে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। অথচ অনেক লেখক মহা-পরিদর্শকের আদেশের আলোকে ঘর নির্মানের জন্য কয়েক লক্ষ টাকা সমিতির ক্যাশিয়ারের নিকট জমা দেন। কিন্তু পাঁচ বছর পার হলেও অদ্যাবধি ঘর নির্মান না হওয়ায় লেখকদের ভোগান্তি চরমে।
এ ব্যাপারে দলিল লেখক সমিতির সভাপতি সামছু উদ্দিন সোহেল বলেন, লেখকদের দুঃখ-দুর্দশা লাঘবে বিগত ২০১৭ সনে কমিটির কয়েকজন নেতৃবৃন্দ ঢাকাসহ বিভিন্ন স্থানে আবেদন-নিবেদন করে ঘর নির্মানের অনুমতি আনতে ভূমিকা রেখেছে। ইতোমধ্যে অনুমতি পাওয়ার পর ঘর নির্মান বাবদ প্রায় তিন লক্ষ টাকা পাওয়া যায়। এ আলোকে কয়েক বার ঘর নির্মানের জন্য উদ্যোগ নেওয়া হলেও একটি দুষ্টচক্র, ভূগ্রাসি, অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের কারণে ঘর নির্মানে বার বার বাধাগ্রস্ত হচ্ছে। লেখকরা আমার পরিবারের সদস্য বলে আমি মনে করি। তাদের জন্য আমার জীবন বাজি রেখে হলেও যে কোন মূল্যে তাদের বসার স্থান করে দিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজনে এমপি, বর্তমান মেয়র, সাবেক মেয়র, নির্বাহী অফিসার সহ সকলের নিকট দ্বারস্থ হবো।