চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩শত বছরের পুরনো এক মসজিদ সংস্কারকাজ নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারণ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছে।
জানা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেইট সংলগ্ন নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ির ৩শত বছরের পুরনো নাছির মোহাম্মদ জামে মসজিদ সংস্কার করার উদ্যোগ নেন মসজিদ সংশ্লিষ্ট কমিটি। মসজিদের এ সংস্কার কাজ নিয়ে নাছিম উদ্দিন গং ও জহিরুল করিম গং এ দু'পক্ষের মধ্যে ইতঃপূর্বে মারামারি ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছিল। এসব নিয়ে থানায় ও আদালতে উভয় পক্ষ একাধিক মামলা করেছে। নাছির মোহাম্মদ জামে মসজিদটি ওয়াকফ্ এষ্টেট পরিচালনাধীন ইসি নং-২২২৭০। সর্বশেষ অনেকটা জোর করে মসজিদের নাম পরিবর্তন করে জহিরুল করিম গং নির্মাণ কাজ শুরু করতে চাইলে নাছিম উদ্দিন গং মহামান্য হাইকোট থেকে ৬ মাসের একটি স্থগিত আদেশ নিয়ে আসেন। স্থগিত আদেশের পরও জহিরুল করিম গং আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ইতোমধ্যে নির্মাণ কাজ করতে রড,সিমেন্ট ও বালি জমিয়ে (স্টক) রাখেন এবং যে কোন সময় কাজ শুরু করবে বলে ঘোষণা দেয়। নাছির মোহাম্মদ জামে মসজিদের নিয়মিত মুসল্লী মোঃ সেকান্দর বলেন, আমার বুদ্ধির বয়স থেকে এই মসজিদে নামাজ আদায় করে আসছি। মসজিদটি সংস্কার করার উদ্যোগ নেয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ সংশ্লিষ্ট কমিটি। এরপর থেকে দেখছি মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও দফায় দফায় মারামারি চলে আসছে। মসজিদ নিয়ে এসব ঘটনা খুবই দুঃখজনক। সংঘাত ও সংঘর্ষের ঘটনায় থানা,আদালত জজ কোট সর্বশেষ হাইকোট পর্যন্ত গড়িয়েছেন। দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মসজিদটি সংস্কার ও নির্মাণ সংক্রান্ত বিষয়ে থানায় একাধিক অভিযোগ ও জিডি করেছে দুই পক্ষ। তবে বর্তমানে ৬ মাসের জন্য মহামান্য হাইকোটের স্থগিত আদেশ রয়েছে।