রংপুরের পীরগাছায় পাট চাষ বৃদ্ধির লক্ষে উপজেলার ৩ হাজার প্রান্তীক কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও পাটবীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সার ও পাটবীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীন।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তির পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষীদের এসব বীজ বিতরনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, এম খোরশেদ আলম, উপজেলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায় প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়নের ৩ হাজার কৃষককে বিনামূল্যে ১২ কেজি রাসায়নিক সার ও এক কেজি করে পাটবীজ বিতরণ করা হয়।