চট্টগ্রামের হাটহাজারীতে উন্নয়নশীল দেশে উত্তরন বিষয়ক অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও মোঃ শাহিদুল আলম। তথ্য মন্ত্রণালয় এর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিদের্শনায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবু রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমন্ডার মোঃ হোসেন মাস্টার, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, ওসি রফিকুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইদ্রিস মিয়া তালুকদার, মুজিবুর রহমান। সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রতœা মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন এই দেশে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছে। আর তাঁরই সুযোগ্য উত্তরসূরী ক্ষমতায় আছে বলেই আজ দেশ উন্নয়নশীল দেশ হয়েছে। আগামীতে দেশ উন্নত দেশে পরিনত হবে। প্রধান মন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সর্বোপরি জাতির জনকের সোনার বাংলা করতে কথা বাদ দিয়ে কঠোর পরিশ্রম করার বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।