রংপুরের পীরগঞ্জ পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মকর্তার কার্যালয়ে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দায়সারাভাবে কাপড় শুকানোর তারের ময়লাযুক্ত কাঠের খুঁটিতে জাতীয় পতাকাটি টানানো হয়েছিল। পীরগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অবমাননার ঘটনাটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপজেলার অভিজ্ঞ মহল। এ বিষয়ে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা সামসুজ্জোহা সরকার বলেন বিষয়টি খুবই দুঃখজনক। তিনি আরও বলেন- আমি অসুস্থতার কারণে কয়েকদিন বাসায় ছিলাম আমার অফিস সহকারী ভুলবশত কাজটি করেছে এজন্য আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন- ঘটনাটি শুনেছি। এটি অবশ্যই দুঃখজন, এ ঘটনা শোনার সাথে সাথেই ওই কর্মকর্তাকে পতাকাটি ঠিক করে দেয়ার নির্দেশ দিয়েছি এবং তা ঠিক করেও দিয়েছেন।