মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে হেলথ্ কেয়ার হাসপাতাল এ- ডায়াগনষ্টিক সেন্টার। সোমবার উপজেলা মোড় হেলথ্ কেয়ার ভবনে বিভিন্ন বিভাগের ৮জন চিকিৎসক দিয়ে দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে নানা রোগের চিকিৎসাপত্র দেওয়া হয়। এ সময় রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রেসার মাপা হয়।
গতকাল সকাল ১০ টার দিকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। হেলথ্ কেয়ার হাসপাতাল এ- ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক মোক্তার হোসেনের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহ্বায়ক আবদুল কুদ্দুস ধীরণ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আবদুল মতিন হাওলাদার, বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্য জোটের মহাসচিব জাহাঙ্গীর খান, লেখক সামছুল হক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।