চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গত রোববার দিবাগত রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ পূর্ব জোয়ারায় অভিযান চালিয়ে মহিউদ্দিন (২৫)নামের এক টিউব ওয়েল চোরকে আটক করেছে। এ সময় তার বাড়ি থেকে চোরাইকৃত ৩টি টিউব ওয়েলের মাথা উদ্ধার করেন পুলিশ। অপরদিকে গত রোববার দিবাগত রাতে সদরস্থ শ্রদ্ধানন্দ বিহারের দানবক্স ভেঙ্গে প্রায় ৮০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় বিহার অধ্যক্ষ বোধি প্রিয় ভিক্ষু চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ করেন বলে জানিয়েছেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,এলাকায় চুরির ঘটনারোধে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি চন্দনাইশ উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।