শ্রীমঙ্গলে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার রাত ৯ টার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকা থেকে এ সাপটিকে উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রোববার রাত ৯টার দিকে হবিগঞ্জ সড়কের প্রয়োজন ভেরাইটিজ ষ্টোর এর দুতলায় একটি সাপ দেখতে পেয়ে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
পরে স্হানীয়রা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্হল থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে।
স্বপন দেব সজল জানান, আগামীকাল সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।