রংপুরে মুজিববর্ষ স্বাধীনতা কাপ বিভাগীয় ব্যাডমিন্টন টুনার্মেন্টের উদ্বোধন হয়েছে। রোববার সন্ধ্যায় কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে ্টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু সায়েম, রংপুর রেঞ্জে কর্মরত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, রংপুর বিভাগীয় ক্রীড়া সং¯’ার কোষাধ্যক্ষ মঞ্জুর আহমেদ আজাদ। জেলা প্রশাসনের উদ্যোগে এ টুর্নামেন্টে সরকারি চাকুরীজীবি, অনুর্ধ্ব-৪৫ ও উর্ধ্ব-৪৫ ক্যাটাগরিতে রংপুর বিভাগের ব্যাডমিন্টন খেলোয়াররা অংশ নি”েছন।