রংপুরের পীরগঞ্জে গত শনিবার বিকেলে বিস্মৃতির গৌরবের ইতিহাস সংগ্রহ শালার ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। পীরগঞ্জ-বালুয়া সড়কের পাশে আখিরা নদীর ধারে পচাকান্দর গ্রামে কাজী আবদুল হালিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কাজী আবদুল হালিমের স্ত্রী নুরুন্নাহার বেগমসহ ৭ জন মা সম্মিলিতভাবে এই ভিত্তি স্থাপন করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড. কাজী লুমুম্বা লুমু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরমানুজ্জমান তুষার। কাজী লুমুম্বা জানান, ৪০ শতক জমির উপর প্যাজেক আকারে পর্যায়ক্রমে এই সংগ্রহশালা নির্মান করা হবে। এজন্য ব্যয় করা হবে মোট ৩ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধী,গুনিজন,রাজনৈতিক ব্যক্তিত্ব,সফল ব্যবসায়ী,সাংবাদিকসহ ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।