চট্টগ্রামের হাটহাজারীতে স্বামী মোঃ সাঈদ শফী(৪৫) ছুরিকাঘাতে স্ত্রী জান্নাতুল ফেরদৌস(৩৫) খুন হওয়ায় ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বুড়িশ্চর ৩নং ওয়ার্ড় ফুজদার আলী ফকিরের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আটক স্বামী স্থানীয় মৃত ছিদ্দিক আহদের পুত্র এ ঘটনায় নিহত ফেরদৌস এর ভাই বাদি হয়ে স্বামী সহ তিনজনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত স্ত্রী বুড়িশ্চর ইউনিয়নের নজুমিয়াহাট ৫নং ওয়াডের্র আবদুল মজিদ টেন্ডরের বাড়ীর মৃত নুরুল ইসলামের মেয়ে জান্নাতুলফেরদৌস(৩৫)।
নিহতের ভাই ফোরকান আজাদ বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে বোনের সংসারে।বিভিন্ন সময় আমার বোনের স্বামী বোনকে মারধর করে আমাদের থেকে টাকা নিত।সব সময় নির্যাতন করত আমার বোনকে। গত শনিবার গভীর রাতে আমার বোনকে ছুরি দিয়ে আঘাত করেছে। মুমূর্ষু অবস্থায হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের স্বামী পুলিশকে জানায়,প্রবাসে থাকা অবস্থায় আমার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়েছে।একাধিকবার এ বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া হত।তাকে বারন করার পরেও সে পরকিয়া থেকে ফেরে আসেনি।আমি আর প্রবাসে যায়নি। তারপরেও সে আমার সাথে সব সময় ঝগড়া করত। কোন কিছু বললেই আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দিত। বার বার তার এ নির্যাতন সহ্য করতে না পেরে নিজের হাতে ছুরি দিয়ে প্রথমে পেটে আঘাত করি। তারপর শরীরের কয়েকটি স্থানে আঘাত করি।মানুষ বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু বিয়ের দীর্ঘ ১১বছর পার হলেও ৯বছরেই শান্তিতে সংসার করতে পারিনি। তাই এ হত্যাকান্ড ঘটিয়েছি।
হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,স্বামী স্ত্রীকে খুন করেছে। রাতেই নিহতের স্বামীকে গ্রেপ্তার এবং খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করি।মামলা করেছে নিহতের ভাই। বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরন করা হয়েছে।তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।