চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান থেকে এসআরটিবিডি নামে একটি সংগঠনের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেন স্থানীয় বন বিভাগ।
গত শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে উদ্ধার কৃত সাপ গুলো গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
উদ্ধারকৃত সাথে গুলো মধ্যে দেশীয় দারাইশ, ইন্দু চাইনিছ দারাইশ, ঘর ঘিন্নি, ফনিমনসা ও পদ্মগোখরা।
এ বিষয়ের উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলার কয়েকটি এলাকা থেকে এসআরটিবিডি সহযোগিতার বিভিন্ন প্রজাতি সাপের উদ্ধার করি।পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।