ভোলার দৌলতখানে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ। সকাল ৮ টায় আমির জাং গজনবী স্টেডিয়ামে উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন। পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌরমেয়র জাকির হোসেন তালুকদার। কুচকাওয়াজ পরিদর্শনের পরে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অন্যান্য আয়োজনের মধ্যে প্রীতি ফুটবলম্যাচ, প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।