যথাযথ মর্যাদায় রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ ছাড়া দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ। এর আগে সকাল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বাদ মাগরিব জেলা আওয়ামী লীগ কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড রেজাউল করিম রাজু, সহ সভাপতি উৎপল দাস, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, মাজেদ আলী বাবুল,সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জসিম বিন জুম্মন, প্রচার সম্পাদক লতিফা শওকত, দপ্তর সম্পাদক আমিন সরকার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম কল্লোল সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ভুমিকা ছিল অপরিসীম। পূর্ব পাকিস্তানের আমজনতা এক হয়েছিল তার বজ্রকঠিন ভাষনে। পুরো বাঙালি জাঁতি সংগঠিত হয়েছিল তার নেতৃত্বে। বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ সকল প্রকার আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো। বস্তুত বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা আর এ স্বাধীনতা অর্জনের অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।