মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ নানা আয়োজনে পালন করেছে পীরগাছা উপজেলা প্রশাসন। শনিবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পীরগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ, পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার প্রমুখ। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।