ইন্দুরকানীতে বিএনপির দু-গ্রুপের মধ্যে স্বাধীনতা দিবসের শহিদ মিনারে ফুলের তোরা নিয়ে দু-পক্ষে হাতাহাতি হয়েছে। জানা যায়, ইন্দুরকানী দীর্ঘদিন যাবত বিএনপির দু-গ্রুপে মাঠে দেখা যায়। বিএনপির কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচি দিলে তারা আলাদা আলাদা পালন করেন। আবার মাঝে মাঝে একসাথেও কর্মসূচি পালন করেন। শনিবার জাতীয় কর্মসূচি হিসেবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে আনন্দ র্যালি দিয়ে ফুলের তোরা নিয়ে যাওয়ার সময় বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদের কতিপয় কর্মীরা সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবিরের কর্মীদের হাতে থাকা ফুলে তোরা নিয়ে আনন্দ র্যালিতে সামনে যাওয়া নিয়ে দু-পক্ষে বাকবিদন্ড শুরু হয়। পরে একপর্যায় বাকবিদন্ড শুরু হলে হাতাহাতি পরিনত হয়।
নাম প্রকাশে অনুচ্ছিক এক বিএনপির নেতা জানান,ইন্দুরকানী(জিয়ানগর) উপজেলার ছয় বছর আগে কমিটি ভেঙ্গে দিয়ে পিরোজপুরের দুই নেতাকে আহবায়ক,যুগ্না আহ্বায়ক করে দেয়। কিন্তু ছয় বছর হলেও তারা কোন কমিটি দিতে পারে নাই। সেই কারণে এ দু-গ্রুপে মধ্যে প্রায় এইরকম ঘটনা ঘটে।
সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার জানান, বিগত কর্মসূচি একসাথে পালন করি। কিন্তু তাদের আমরা দাওয়াত দিয়েছি। আজকে যে ঘটনা ঘটেছে তা তাদের পূর্বে পরিকল্পিত ছিল। শান্তি পূর্ন কর্মসূচি পালন করার লক্ষে আনন্দ র্যালিদে তারা হঠাৎ আমাদের ফুলের তোরা ভাঙচুর করে এবং কর্মীদের মধ্যে উত্তোজনা বিরাজ করে।
সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার জানান, ফুলের তোরা নিয়ে মিছিলের সামনে যাওয়া কেন্দ্র করে ছাত্রদল-যুবদলের মধ্যে ভুলবোজাবুজি হয়। পরে আমরা একসাথে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করি।