ভোলাহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ সমুন্নত স্মৃতিসৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ডিপ্লোমা কৃষি ইনসটিটিউট, সাব-রেজিষ্টার অফিস, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, সকাল ৮টায় ভোলাহাট রামেশ^র হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ শুরু হয়। এরপর একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভার ও পুরুষ্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত হয়।