পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দিবসের প্রথম প্রহরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলী দিবেন। বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। ডিসপ্লে প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।