চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অভিযান চালিয়ে ১টি পিস্তল,১টি ম্যাগজিন ও ২ রাউন্ডগুলি সহ ৩জনকে আটক করেছে পুলিশ। গতকাল ২৬ মার্চ শনিবার রাত আড়াইটার সময় দোহাজারী জামিরজুরী সাকিনস্থ সাতছড়ি খালের ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ আটককৃতদের ব্যবহারকৃত একটি মোটর সাইকেল (চট্্রমেট্রো-ল-১২-৮৯০১)জব্দ করেন পুলিশ। ্অস্ত্রসহ আটককৃতরা হলো দোহাজারী চাগাচর এলাকার মাহমুদুল হকের ছেলে আসিফুল হক(২৩),বারুদখানা এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন(২৪)ও দোহাজারী শাহী জামে মসজিদের পিছনে মনজুর আহমদের ছেলে প্রিন্স আহমেদ প্র: ইমরান (২২)। পরে তাদেরকে অস্ত্র আইন মামলায় কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।