চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক জহুরুল আলম জহুরের সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সংবাদে এলাকায় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ সহ আনন্দের উচ্ছ্বাস চলছে। উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক জহুরুল আলম জহুরের ফেসবুক আইডিতে সীতাকু-ের সরকার দলীয় সাংসদ এর বক্তব্য শেয়ার করার অভিযোগে গত ১ অক্টোবর বিএনপি'র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র সাক্ষরিত পত্রে বিএনপি'র এ নেতার সদস্য পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপি'র এ নেতার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র মূলক ভাবে ফেসবুকে কেউ এ জাতীয় অপকর্ম করেছে উল্লেখ করে সীতাকুণ্ড থানায় জিডি করার পর জহুরুল আলম দলীয় হাইকমান্ডের কাছে সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ বিএনপি'র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী'র স্বাক্ষরিত পত্রে সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। সীতাকুণ্ড উপজেলা বিএনপি'র ত্যাগী এ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার সংবাদে শুক্রবার উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস সহ এলাকায় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ চলছে। স্থগিতাদেশ প্রত্যাহারের নেতাকে অভিনন্দন জানিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফেসবুকে সংবাদটি ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে জহুরুল আলম বলেন, আমার আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি'র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করায় সীতাকুণ্ডের গণমানুষের নেতা বিএনপি'র যুগ্ন মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।