মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম।
হিলি সি এ- এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শনিবার সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য রপ্তানি বন্ধ রয়েছে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী ছুটি হওয়ায় ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আমদানি- রপ্তানি বন্ধ রাখার অনুরোধ করা হয়। একদিনের ছুটি শেষে আগামীকাল রোববার আবারো আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, শনিবার দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সেই সাথে বন্দরে বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।