চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের শোকস্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের ‘কালরাত’ জাতীয় ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হল শুক্রবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর,সহকারি তত্ত্বাবধায়ক মোঃ মমিনুল হক ও সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নিবাসী শিশু মো. হোসেন। উপতত্ত্বাবধায়ক তাঁর বক্তব্যে বলেন আজ ঐতিহাসিক ২৫শে মার্চ। জাঁতি গভীর বেদনায় প্রতিবছর স্মরণ করে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার নিরীহ শহীদ আর প্রতিরোধ সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের। অনুষ্ঠানে শিক্ষক মোঃ আরিফ হোসেন, মোঃ কামরুল হাসান, মো. বসু মিয়া, মো. মিনহাজ,মো.শরীফ উদ্দিন ও নিবাসী শিশুরা উপস্থিত ছিলেন। পরে বাদ আছর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।