২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবীর মধ্য দিয়ে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে গত বৃহস্পতিবার গণহত্যা দিবস পালন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ এর সভাপতিত্বে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক বিপ্লব কুমার মহাজন প্রমূখ। বক্তারা ১৯৭১ এর ২৫ মার্চ রাতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপারেশন সার্চ লাইটের নামে ঘুমন্ত ও নির¯্র লাখো বাঙ্গালির হত্যাকে বিশ্বের ইতিহাসের বর্বরতম মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে এদিনটির আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করেন। কলেজের আইসিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন চৌধুরী।