স্বোধীনতার সুবর্নজয়ন্তি উপলক্ষে এবারও ফরিদগঞ্জে মূক্তির উৎসব (উন্নয়ন মেলা), উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় উত্তরন মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ উপজেলা পরিষদ মাঠে উত্তোরন উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লা তপাদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, ওসি(তদন্ত)প্রদীপ কুমার প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।