পঞ্চগড়ের বোদায় উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বটমুল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা মহিলা মহাবিদ্যারয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন,বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউর হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হায়দার প্রমুখ। আলোচনা শুরু আগে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় একটি বনাঢ়্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। আলোচনা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।