ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবুল খায়ের রাসেলের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও স্থানীয়রা। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর আশ্বাসে ২ ঘণ্টাপর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এর পরেই স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রশাসক (প্রশাসন) ডা. রওশন আরা আলম ডা. রাসেলকে ফোন করে তার বদলী আদেশ প্রত্যহারের কথা জানান।
এসময় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা শাহীন মৃধা, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, সামুল হক বাচ্চুসহ অনেকে। বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে নিজেই আবেদন করে বদলি হন ডাক্তার রাসেল। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা এ কর্মসূচির আয়োজন করে। পরে এতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কমর্চারিরাও যোগদেন। এ সময় তার বদলীর আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
আবুল খায়ের রাসেল বলেন, আমার নিজের আবেদনের কারণে পিরোজপুরের কাউখালীতে বদলী আদেশ হয়েছিল। স্থানীয় বাসিন্ধাদের আবেদনের ভিত্তিতে ডিজি অফিস থেকে বদলী আদেশ বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য অদিধপ্তরের সহকারী প্রশাসক (প্রশাসন) ডা. রওশন আরা আলম।