বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে, সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারে লিপ্ত। এই সরকারে পতন না হলে জনগণের শান্তি ফিরবে না। আসুন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এই লুটেরা সরকারের পতন ঘটাই। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির প্রতিকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. আবু জাফর একথা বলেন।
তিনি বলেন, ফরিদপুরের মতো একটি ছোট জনপদে যদি হাজার হাজার কোটি টাকা পাচার হয় তাহলে সারাদেশে কত টাকা পাচার হয়েছে তা ধারণারও বাইরে। বক্তব্য শেষে প্রধান অতিথি শাহ মো. আবু জাফর পানি পান করিয়ে সমবেতদের অনশন ভাঙ্গান।
ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, বিএনপি নেতা একে কিবরিয়া স্বপন, মিজানুর রহমান মিনান, সাবেক ছাত্রদল নেতা এমএম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, একদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে আরেকদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। পরিকল্পিতভাবে জনগণকে দুর্ভোগে ফেলে দেয়া হচ্ছে। কারণ তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। জনগণকে আরো দুর্বল করে তারা প্রতিবাদের শক্তিটুকুও কেড়ে নিতে চায়।
তারা এই দুঃসহ পরিস্থিতির অবসান কাটিয়ে জনগণের মুক্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি আবার দেশে সরকার গঠন করবে।