কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার(২৪মার্চ) গবাদিপশু ও হাঁস-মুরগীর টিকা প্রদানকারীদের (ভ্যাকসিনেটর) ৩দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটি বাস্তবায়ন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর(জাইকা) সহযোগীতায় উপজেলা অফিসার্স ক্লাবে ২২মার্চ-২৪মার্চ পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ পবিত্র কুমার ও উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(ইউডিএফ) অমিতাভ বর্ম্মণ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।