নোয়াখালীর সেনবাগে অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা,বাসি খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর নিকট থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সেনবাগ পৌরশহরে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাগ পৌর শহরের বনফুল এ- কোম্পানি শো রুমের মালিককে ১০ হাজার টাকা, তাজ নেহার হোটেল এ- রেষ্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা, শহরের মিক্স ফুড হোটেল এ- রেষ্টুরেন্টের মালিককে ৩০ হাজার টাকা ও মধুবন ব্রেড এ- সুইটমিট কোং শো রুম মালিককে ৫হাজার টাকা জরিমানা আদায় করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার জানায়,জরিমানা করা দোকান মালিকরা দীর্ঘদিন যাবত ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে অপরিচ্ছন্ন পরিবেশ পঁচা বাসি খাবার বিক্রি করছিলো। এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। এ সময় সেনবাগ থানার এসআই হাবিবুর রহমান সহ বিপুল সংখ্য পুলিশ উপস্থিত ছিলেন।