কুড়িগ্রামের চর রাজিবপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা বৃহস্পতিবার সমাপ্তী হয়েছে।
চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার উপজেলা চত্বরে মেলাটি উদ্বোধন করেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আকবর হোসেন হিরো।
বৃহস্পতিবার দুপুরে চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী এর সভাপতিত্বে মুক্তি যুদ্ধের ইতিহাস ৫০ বছরের অর্জিত সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবদুল হাই সরকার, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহার হোসেন, ইউপি চেয়ারম্যান মিরন মো; ইলিয়াস ও একাডেমীক সুপার ভাইজার গোলাম কিবরিয়া প্রমুখ। এর আগে উপজেলা সকল মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।