রংপুরের পীরগঞ্জে ৩ শতক জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ ৮ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয়েছে। উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে মঙ্গলবার দিনগত গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো- পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে ওই গ্রামের মৃত মেস্তার আলীর ৩য় স্ত্রী ছোমেলা বেওয়া তার উত্তরাধিকার সুত্রে পাওয়া ৩ শতক জমি ক্রয়-বিক্রয় নিয়ে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র আনারুল ইসলাম ও পৈতৃক সুত্রে ও রেকর্ড মুলে ওই জমির মালিকানা দাবিদার একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফারুক মিয়া। এ নিয়ে সাম্প্রতিক সময়ে উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। একপর্যায়ে গত মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার দিকে আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন ফারুকের বাড়িতে আনারুল ও মিজানুরের নেতৃত্বে ১৮/২০ জনের দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ একটি দল ফারুকের বাড়ীতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে বাঁধা দিতে গিয়ে আহত হয় মৃত তপুর উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম(৪০),আব্দুল মান্নানের ছেলে সেরাজুল(৩৮),শফিকুলের স্ত্রী আনজুয়ারা(৪০),সেরাজুলের স্ত্রী ফাহিমা খাতুন(৩৫),ফারুকের ¯ী¿ আফরোজা খাতুন(৩২), বাদশা মিয়া(৬০) গুরত্বও আহত হলে এদের মধ্যে বাদশা মিয়া ছাড়া অন্যান্যের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে আনারুলের পক্ষের শফিকুল ও শুকরাকে আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে গ্রামটিতে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল বলেন- ওই গ্রামটিতে জমি-জমা সংক্রান্তের জের ধরে সংঘর্ষে আহত হবার ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত মামলা গ্রহণ করার প্রস্তুতি চলছে।