বুধবার (২৩ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের
বিশেষ অভিযান শুরু হয়েছে।
বিশেষ অভিযানে নেতৃত্ব দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম)।
এসময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, হেলমেট বিহীন যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এ অভিযান চালাচ্ছি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে সেটাকে আমরা কমিয়ে আনতে চাই।
যেখানে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের দেখবো সেখানেই আমরা জরিমানা করবো।
আগামী এপ্রিল মাসের মধ্যেই রংপুর বিভাগে শতভাগ হেলমেট ব্যবহার নিশ্চিত করা হবে।
এসময় পুলিশ সুপার মোহাম্মাদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফসহ গণমাধ্যমকর্মীরা প্রমুখ।