নোয়াখালীর সেনবাগে মুজিব বর্ষের ঘর পাইয়ে দেওয়া কথা বলে বিভিন্ন লোকজনের নিকট থেকে প্রতারণা করে টাকাণ্ডপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিবি খাদিজা (৩৮)নামের এক মহিলা প্রতারককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ মার্চ) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিনা আলম তুলি ওই কারাদন্ডাদেশ প্রদান করেন।
বিবি খাদিজা উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা (আশ্রয়হীন প্রকল্প) গ্রামের আবুল কালাম স্ত্রী। দন্ডাদেশের রায় ঘোষনার পরপরই তাকে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বিবি খাদিজা দীর্ঘদিন থেকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি নাম ভাঙ্গিয়ে সেনবাগের বিভিন্নস্থানে অসহায় লোকজনকে আশ্রয়হীন প্রকল্পের ঘরসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে বিপুল পরিমান টাকাণ্ডপয়সা হাতিয়ে নিচ্ছেন এমন অভিযোগ করেন কেশারপাড় ইউপির ১নং ওয়ার্ড সদস্য আলেক হোসেন মেম্বার। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২৩মার্চ) দুপুরে কৌশলে প্রতারক খাদিজা বেগমকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন মেম্বার অলক। এরপর নিবার্হী অফিসার প্রতারক খাদিজার নিকট থেকে একটি ডায়েরি জব্দ করেন। জব্দ করা ওই ডায়রিতে লিখা বিভিন্ন লোকজনের কাছ থেকে নেয়া প্রতারণার টাকার বিষয়ে অবগত হন। এ সময় প্রতারক মহিলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সজ্ঞা হারিয়ে ফ্লোরে গুরে পড়ে যায়। এ সময় ইউএনও সাথে সাথে হাসপাতালে কল ডাক্তার ডেকে এনে তাকে সুস্থ্য করে তোলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিনা আলম তুলি প্রতারনার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ভঙ্গ করার অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাজমিনা আলম তুলি জানান এধরনের কোন প্রতারকের সন্ধান পেলে তাকে জানানোর অনুরোধ করেন।